- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে চাপ সৃষ্টির সুযোগ নেই: রাশিয়া ও জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক:  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর চাপ সৃষ্টির কোনো সুযোগ নেই। গতকাল (বুধবার) মারকেল ও পুতিন ফোনালাপের সময় একথা বলেছেন। পার্সটুডে।

যখন ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বানচাল করার জন্য আমেরিকা উঠেপড়ে চেষ্টা চালাচ্ছে তখন ওই সমঝোতায় সই করা দুই গুরুত্বপূর্ণ দেশ একথা বলল। ক্রেমলিনের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, ফোনালাপে প্রেসিডেন্ট পুতিন ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ক্রেমলিনের প্রেস অফিস জানিয়েছে, দুই নেতা ইরানের পরমাণু সমঝোতা রক্ষার প্রচেষ্টা, জার্মানি ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং করোনাভাইরাসের মহামারী মোকাবেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন।

২০১৫ সালের জুলাই মাসে পরমাণু সমঝোতা সই হয় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরে তা অনুমোদিত হয়। সে অনুযায়ী, ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। কিন্তু আমেরিকা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে চাইছে।