- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য চেষ্টা চালাতে বলল ইইউ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু সমঝোতা রক্ষা সরকার জন্য সার্বিক চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল রাশিয়া সফরে গিয়ে এ আহ্বান জানিয়েছেন। পার্সটুডে।

তিনি বৃহস্পতিবার মস্কোয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতির তীব্র সমালোচনা করেন। বোরেল বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের পরিবর্তে ইরানের ব্যাপারে ‘সর্বোচ্চ কূটনীতি’ ব্যবহার করতে হবে।

ইইউ’র এই শীর্ষ কূটনীতিক বলেন, ইরানের পরমাণু সমঝোতাকে পুরোপুরি কার্যকর করার জন্য এখন সব পক্ষের চেষ্টা চালানো উচিত।

মার্কিন সরকার ২০১৮ সালে আইন লঙ্ঘন করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান এই সমঝোতার ধারাগুলো থেকে পর্যায়ক্রমে সরে আসে এবং সম্প্রতি দেশটি ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করেছে। তবে তেহরান বারবার জোর দিয়ে বলে এসেছে, মার্কিন সরকার ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে এলে তেহরানও আবার এই সমঝোতা বাস্তবায়ন শুরু করবে।