- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ইরানি জনগণের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অপপ্রয়াস নতুন নয়

ইরান সম্পর্কে ইহুদিবাদী ইসরাইলের এক বিদ্বেষী অপপ্রচারের কড়া জবাব দিয়েছে তেহরান। ইরান বলেছে, মধ্যপ্রাচ্যে একটি জঘন্য প্রকল্প বাস্তবায়ন থেকে বিশ্বজনমতের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার পুরনো পদ্ধতি অনুসরণ করে ইরানি জনগণের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অপপ্রয়াস চালিয়েছে তেল আবিব। পার্সটুডে।

সুইডেনে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত সম্প্রতি সুইডিশ পত্রিকা এক্সপ্রেসেন-এ প্রকাশিত এক নিবন্ধে ইরানের সঙ্গে আলোচনা বন্ধ করে দিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান। তিনি প্রস্তাব করেন, এখন হচ্ছে ইরানের ওপর চাপ ও নিষেধাজ্ঞা শক্তিশালী করার সময়; আলোচনা চালিয়ে যাওয়ার সময় নয়।

ওই নিবন্ধের পাল্টা জবাব লিখেছেন স্টকহোমে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আহমাদ মা’সুমিফার যা একই পত্রিকার গতকালের (রোববারের) সংখ্যায় প্রকাশিত হয়েছে। সেখানে তিনি লিখেছেন, যে ইসরাইল এখন পর্যন্ত জাতিসংঘের অন্তত ২০টি প্রস্তাব লঙ্ঘন করেছে সে কিনা আজ ইরানের সঙ্গে আলোচনা বন্ধ করে দেয়ার আহ্বান জানানোর মতো ধৃষ্টতা দেখায়।

ইরানি রাষ্ট্রদূত বলেন, বিশ্বজনমতের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার এই প্রচেষ্টায় তেহরান মোটেই বিস্মিত হয়নি কারণ মধ্যপ্রাচ্যে যে মানবতা বিরোধী প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে তা ধামাচাপা দিতে এ প্রচেষ্টার প্রয়োজন ছিল। তিনি বলেন, বিশ্বে কোনো সংকট সৃষ্টি না হলে এবং সবকিছু স্বাভাবিকভাবে চললে ইহুদিবাদী ইকসরাইলের মতো অবৈধ সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয়