- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালে ব্যর্থ হয়ে আমেরিকার ক্ষোভ প্রকাশ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্যদেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন আবেদন প্রত্যাখ্যান করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি কেলি ক্র্যাফট বলেছেন, নিরাপত্তা পরিষদ ‘সন্ত্রাসীদের’ পক্ষ নিয়েছে। পার্সটুডে।

তিনি নিরাপত্তা পরিষদের ১৩ সদস্যদেশকে আক্রমণ করে বলেন, এই পরিষদ তার পথ হারিয়ে ফেলেছে এবং ‘সন্ত্রাসীদের’ পক্ষ অবলম্বন করছে। মার্কিন প্রতিনিধি দাবি করেন, তার দেশ ইরানের বিরুদ্ধে আইনসম্মতভাবেই স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার আবেদন জানিয়েছিল এবং নিরাপত্তা পরিষদ এটির বিরোধিতা করে বরং আইন ভঙ্গ করেছে।

তিনি এমন সময় এ দাবি করলেন যখন আমেরিকা ২০০৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে ওই সমঝোতার স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার যোগ্যতা হারিয়েছে। মঙ্গলবার রাতে নিরাপত্তা পরিষদের বৈঠকে এর বেশিরভাগ সদস্যদেশ আইনের এই দিকটির প্রতি ইঙ্গিত করে আমেরিকার আবেদন প্রত্যাখ্যান করেছে।