- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

‘ইরাক-সিরিয়া সীমান্তে ইরানি কমান্ডার নিহতের খবর গুজব’

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ বলেছেন, ইরাক-সিরিয়া সীমান্তে ইরানি সামরিক কমান্ডার নিহতের কোনো খবর তারা পাননি। প্রাথমিকভাবে এটাকে বানোয়াট বলেই মনে হচ্ছে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় সামরিক কমান্ড মন্তব্য করতে পারবে। পার্সটুডে।

সৌদি টিভি চ্যানেল আল-আরাবিয়া দাবি করেছে, সিরিয়া ও ইরাকের সীমান্ত ক্রসিং পার হওয়ার সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র এক কমান্ডার নিহত হয়েছেন। ড্রোনের সাহায্যে ওই কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে টিভি চ্যানেলটি দাবি করেছে।

কিন্তু ইরানি গণমাধ্যম ‘নুরনিউজ’ আজ বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরানি কমান্ডার নিহতের খবরের সত্যতা নেই, এটা একটা গুজব। আল-মায়াদিন টিভি চ্যানেলও এই খবরকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে আখ্যায়িত করেছে।

ইরানের রাজধানী তেহরানের অদূরে সন্ত্রাসী হামলায় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিযাদেহ শহীদ হওয়ার পরপরই জনমতকে বিভ্রান্ত করতে এ ধরণের গুজব ছড়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার ইসরাইলি অস্ত্রের সাহায্যে এই বিজ্ঞানীকে হত্যা করা হয়।