- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ইরাক ড্রোন হামলা চালালো ইসরাইলের ইলাত বন্দরে

ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা এবার ইসরাইলের এইলাত বন্দরে ড্রোন হামলা চালিয়েছেন। ইরাকি যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যে বর্বরতা চালাচ্ছে, তার প্রতিশোধ হিসেবে এ হামলা চালায়।

ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট এক বিবৃতিতে জানিয়েছে, তারা এইলাত বন্দরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে।

সামাজিক মাধ্যমগুলোতে দেখা যায়, হামলার পর এইলাত বন্দর এলাকায় ধোঁয়া উড়ছে।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ড্রোন হামলায় দুজন বসতি স্থাপনকারী আহত হয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, ইরাকি যোদ্ধারা দুটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে; তবে একটি ড্রোন আঘাত হানতে পারলেও অন্যটিকে ভূপাতিত করা হয়েছে।

দখলদার সেনারা বলেছে, ইরাকের হুমকি সম্পর্কে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একদিনেই ইসরাইলের বিরুদ্ধে পাঁচটি সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে সাপির বিমানঘাঁটিসহ দুটি স্থাপনায় সরাসরি ড্রোন দিয়ে হামলা চালায় তারা।

গত ৭ অক্টোবর ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর থেকে এ পর্যন্ত ইরাকি যোদ্ধারা বহুবার ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি