- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ইরাকে দাবি মেনে আগাম সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

ইরাকে আগাম সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাযিমি।

তিনি শুক্রবার (৩১জুলাই) রেডিও ও টিভিতে সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা। প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের ছয় জুন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অবশ্য ইরাকের সংসদের পক্ষ থেকেও নির্বাচনের এই তারিখ অনুমোদিত হতে হবে। পার্সটুডে।

ইরাকের আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর একটি হচ্ছে আগাম নির্বাচন অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর এই ঘোষণা থেকে মনে হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী ক্রমান্বয়ে আন্দোলনকারীদের দাবিগুলো মেনে নেবেন।

প্রায় দুই মাস হলো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মুস্তাফা আল কাযিমি। আন্দোলনকারীরা গতবছর বিভিন্ন দাবিতে মাসব্যাপী কর্মসূচি পালন করে এবং এর ফলে বহু মানুষ হতাহত হয়। আন্দোলনের কারণে আদিল আবদুল মাহদি পদত্যাগের ঘোষণা দেন।

২০১৮ সালের ১২ মে ইরাকে সর্বশেষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এই নির্বাচনে কারচুপি ও জায়িলাতির অভিযোগ উঠেছিল।