- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ইকুয়েডরে কারা সংঘর্ষ, অন্তত ৬২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ভয়াবহ কারা-সংঘর্ষে অন্তত ৬২ জন নিহত হয়েছে। গতকাল (মঙ্গলবার) সংঘটিত এই সহিংসতাকে দেশটির সরকার অপরাধী সংগঠনগুলোর অপতৎপরতা বলে মন্তব্য করেছে। পার্সটুডে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো কারা সহিংসতা দমনের জন্য সাময়িকভাবে কারাগারগুলো জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দেশটির কারাগারে প্রায়ই সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর মধ্যে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটে।

ইকুয়েডরের কারা কর্তৃপক্ষের পরিচালক এডমান্ডো মনকায়ো জানিয়েছেন, কারা অভ্যন্তরে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে দুটি গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। তিনি ৬২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। সংঘর্ষে কয়েকজন পুলিশও আহত হয়েছে তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয় নি।

মনকায়ো জানান, কারা সহিংসতা থামাতে অতিরিক্ত ৮০০ পুলিশ মোতায়েন করা হয়। এরইমধ্যে কারা পরিস্থিতি শান্ত হয়েছে।

গুয়াইয়াস, আজুয়ে এবং কটোপাক্সি প্রদেশের কারাগারগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়ে। ইকুয়েডরে যত কারাবন্দী রয়েছে তার শতকরা ৭০ ভাগ এই তিন প্রদেশের কারাগারগুলোতে রয়েছে।