আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহান্তেকে অবাঞ্চিত ঘোষণা করেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন সরকার। ভেনিজুয়েলা থেকে চলে যাওয়ার জন্য তাকে ৭২ ঘণ্টা সময় দেয়া হয়েছে। পার্সটুডে।

ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা গতকাল (বুধবার) সাংবাদিকদের জানান, “প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সিদ্ধান্ত অনুযায়ী আমরা মিস ইসাবেল ব্রিলহান্তেকে অবাঞ্চিত ঘোষণা করেছি।”

এর আগে ভেনিজুয়েলার জাতীয় সংসদ এই রাষ্ট্রদূতকে বহিষ্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। মাদুরো প্রশাসনের ১৯ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর ভেনিজুয়েলার জাতীয় সংসদ ওই আহ্বান জানায়।

গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ভেনিজুয়েলার ১৯ জন সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হন। ভেনিজুয়েলার এইসব কর্মকর্তা দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করছেন বলে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা অভিযোগ তুলেছেন।

নিষেধাজ্ঞার কবলে পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জুলিয়া প্রদেশের গভর্নর, ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনীর কমান্ডার, নির্বাচন পরিষদের সভাপতিসহ তিন সদস্য। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভেনিজুয়েলার ৫৫ জন সহকারী কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল।