- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে দুই দেশকে পুতিনের হুঁশিয়ারি

ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়ানো নিয়ে ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এটি ইউক্রেনকে আরও অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে।

ইউরোপের দুই দেশের দুই শীর্ষ নেতা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকের সঙ্গে ফোনালাপে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন রুশ প্রেসিডেন্ট।

রোববার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জার্মানির চ্যান্সেলরের অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮০ মিনিট ধরে এই তিন নেতাদের মধ্যে ফোনালাপ হয়।

ফোনালাপে পুতিন বলেন, বিশ্ববাজারে শস্য সরবরাহে সমস্যাগুলো পশ্চিমা দেশগুলোর ভ্রান্ত অর্থনৈতিক নীতির ফল।

ম্যাক্রোঁ ও শলৎসকে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, কৃষ্ণ সাগর বন্দর থেকে ইউক্রেনীয় শস্যসহ সব শস্যের রপ্তানি নিরবচ্ছিন্ন রাখার জন্য সহায়তা করতে প্রস্তুত রাশিয়া।

ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে এই দুটি দেশ থেকে সার, গম ও অন্যান্য পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকেরা।

রাশিয়া এবং ইউক্রেন বিশ্বব্যাপী মোট গম রপ্তানির ৩০ শতাংশ উৎপাদন করে।

সূত্র: এনডিটিভি