- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ ঘোষণা করলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:  তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ হিসেবে ঘোষণা করেছেন। এরদোগান বলেছেন, আয়া সোফিয়াকে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং মুসলমানদের নামাজের জন্য খুলে দেয়া হবে। পার্সটুডে।

শুক্রবার (১০জুলাই) তুরস্কের শীর্ষ আদালত আয়া সোফিয়াকে ১৯৩৫ সালের তৎকালীন সরকারের যাদুঘরে পরিণত করার আদেশ বাতিল করে। যার ফলে বিখ্যাত এই স্থাপনাটি আবারো মসজিদে রূপান্তরিত করার পথে সব রকমের বাধা দূর হয়। এর পরপরই এরদোগান আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের ঘোষণা দেন। আদালতের রায় প্রকাশের পর খুশিতে মেতে ওঠে তুর্কি জনগণ। তারা ইস্তাম্বুলের হাজিয়া সোফিয়ার আশপাশে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত করে তোলে।

ইস্তাম্বুল শহরে অবস্থিত ৬ষ্ঠ শতাব্দির এই বিখ্যাত স্থাপনা সারা বিশ্বের পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান। ১৯৩৫ সালে কামাল আতাতুর্কের শাসনামলে মসজিদটিকে জাদুঘরে রূপান্তর করা হয়। এ সময় স্থাপনাটিতে বেশকিছু পরিবর্তন আনা হয়।#