- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

আমেরিকার আদালতে নির্দোষ প্রমাণিত হলেন ইরানি ব্যবসায়ী

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত একজন ইরানি ব্যবসায়ীর বিরুদ্ধে ইরানবিরোধী নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ খারিজ করে দিয়েছে। পার্সটুডে।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটানের ওই আদালত স্থানীয় সময় শুক্রবার আমেরিকায় বসবাসরত ইরানি ব্যবসায়ী আলী সাদর হাশেমিনেজাদের বিরুদ্ধে আনীত অভিযোগ খারিজ করে দেয়।

মার্কিন সরকারের পক্ষ থেকে হাশেমিনেজাদের বিরুদ্ধে ইরানের ওপর আরোপিত একতরফা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তেহরানের সঙ্গে পণ্য আদান-প্রদানের অভিযোগ এনেছিল।সেইসঙ্গে ওয়াশিংটন দাবি করেছিল, এই ইরানি ব্যবসায়ী মানি লন্ডারিং-এর মাধ্যমে আমেরিকা থেকে ১১ কোটি ৫০ লাখ ডলার ভেনিজুয়েলায় পাচার করেছেন।

কিন্তু আদালত এসব অভিযোগের কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ না পেয়ে হাশেমিনেজাদকে বেকসুর খালাস দিয়েছে। ইরানি এই ব্যবসায়ীর আইনজীবীরা জানিয়েছেন, আদালত বলেছে, হাশেমিনেজাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ছিল সম্পূর্ণ ভিত্তিহীন।