- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

আমরা লিড নিতে চাই: নাভিদ নেওয়াজ

শ্রীলঙ্কার কোচ নাভিদ নেওয়াজ বলেছেন, ‘আমরা লিড নিতে চাই। এর জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হবে। চতুর্থ দিনে ৮২ রান অতিক্রম করা অনেক কঠিন। আমরা কাল এক সেশন ব্যাটিং করতে চাই খুব ভালোভাবে, খুব বেশি উইকেট না হারিয়ে। যখন আমরা সমান অবস্থায় আসবো, তারপর দেখবো কত দ্রুত রান তুলতে পারি।’

বুধবার (২৫ মে) তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ৩৬৫ রানের জবাবে ব্যাট করছে শ্রীলঙ্কা। সফরকারীরা এখনও পিছিয়ে ৮৩ রানে পিছিয়ে। তবে সফরকারীদের হাতে আছে আরও ৫ উইকেট। ঢাকার উইকেট ক্ষণে ক্ষণে বদলায়। এই বাউন্স তো এই নিচু। এমন উইকেটে খেলা যেকোনও দলের জন্যই কঠিন।

লঙ্কানদের সংগ্রহ এখন পর্যন্ত ২৮২ রান। আগামীকাল প্রথম ঘণ্টাটা যদি ঠিকঠাক কাটিয়ে দিতে পারেন ৫৮ রানে অপরাজিত থাকা অ্যাঞ্জেলো ম্যাথুস আর দীনেশ চান্ডিমাল (১০), তবেই ভালো কিছু করার চিন্তা করতে পারবে লঙ্কানরা।

নেওয়াজ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা কয়েকটা সেশন খেলতে পারিনি বৃষ্টির কারণে। কালকের দিনটা গুরুত্বপূর্ণ। উইকেট এখনও ভালো। কিছুটা টার্ন আছে। আমার মনে হয় ব্যাটসম্যানদের জন্য একমাত্র চিন্তার কারণ হয়তো বল কিছুটা নিচু হচ্ছে। এছাড়া এখনও ব্যাটিংয়ের জন্য ভালো। যদি উইকেট একটু বেশি স্পিন করে চতুর্থ দিনের শেষে বা পঞ্চম দিনে আমার মনে হয় ফলাফল সম্ভব।’

দু’দলের অবস্থান অনেকটা সমান উল্লেখ করে নেওয়াজ বলেছেন, ‘এখন অবস্থান প্রায় সমানই বলাই যায়। আরও আকর্ষণীয় দেখাতো যদি বৃষ্টিতে খেলা বন্ধ না থাকতো কয়েক ঘন্টা। এখন সমানই বলা যায়। শ্রীলঙ্কার ৫ উইকেটে ২৮২ রান, ভালো অবস্থান, হয়তো ১০০ রান (আসলে ৮২) পিছিয়ে আছি আমরা।’

সবা ছাপিয়ে নেওয়াজের চাওয়া স্পষ্ট। বাংলাদেশের ৩৬৫ রান টপকে লিড নিতে চায় শ্রীলঙ্কা। লঙ্কান কোচ মনে করিয়ে দেন, লিড নিতে হলে করতে হবে কঠোর পরিশ্রম।