- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

আবার ইরানে সাজাপ্রাপ্ত মার্কিন গুপ্তচরদের মুক্তি চাইলেন পম্পেও

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবারো ইরানে আটক ও সাজাপ্রাপ্ত মার্কিন গুপ্তচরদের সমর্থনে বক্তব্য রাখার পাশাপাশি তাদেরকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন। পার্সটুডে।

পম্পেও আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার এক টুইটার বার্তায় স্বভাবসিদ্ধভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আক্রোশমূলক কিছু কথা বলেন। এরপর তিনি দাবি করেন, ইরান থেকে তার দেশের গুপ্তচরদের আমেরিকায় ফিরিয়ে নেয়ার জন্য তার মন্ত্রণালয়ে চেষ্টা চালিয়ে যাবে।

এর আগেও পম্পেওসহ আরো অনেক শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা বহুবার ইরানে আটক মার্কিন গুপ্তচরদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন কর্মকর্তাদের এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্যের জবাবে ইরানের বিচার বিভাগ সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, মার্কিন রাজনীতিবিদরা দাম্ভিকতা দেখিয়ে ইরানসহ বিশ্বের অন্য অনেক দেশের সঙ্গে অন্যায় আচরণ করছেন।

বর্তমানে ইরানের কারাগারে বেশ কয়েকজন মার্কিন নাগরিক গুপ্তচরবৃত্তির অভিযোগে বন্দি রয়েছেন।ইরানের স্বাধীন বিচার বিভাগ তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে এবং সেই মেয়াদ শেষ করেই কেবল তারা মুক্তি পাবেন।