- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

আজ তারিনের জন্মদিন

আজ অভিনেত্রী তারিন জাহানের জন্মদিন । এই অভিনেত্রী ১৯৭৬ সালের আজকের এই দিনে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন । জনপ্রিয় এই অভিনেত্রীর এবার জন্মদিন উপলক্ষে তেমন কোন আয়োজন নেই ।

পরিবারের সবাইকে নিয়ে তিনি দিনটি পার করবেন বলে জানান। তার ভক্ত-দর্শকদের কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থ থাকেন এবং তাদের ভালোবাসা ধরে রাখতে পারেন।

নিজের জন্মদিন প্রসঙ্গে তারিনের বরাবরই এক কথা, জন্মদিনে আমার নিজের জন্য কিছুই চাওয়ার নেই। শুধু মহান আল্লাহর কাছে এটাই চাইবো যে, তিনি যেন আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন।

তিনি আরো জানান, প্রতিটি জন্মদিনেই পরিবার দিনটিকে বিশেষভাবে পালন করে। পাশাপাশি দেশ-বিদেশের অসংখ্য ভক্তের শুভেচ্ছা বার্তা আমাকে আপ্লুত করে। জীবনট খুবই ছোট। কিন্তু তারপরও মানুষের যে ভালোবাসা পাই সেটি জীবনের অনেক বড় প্রাপ্তি। সবার কাছে দোয়া চাই, যেন দর্শককে ভালো গল্পের নাটক উপহার দিতে পারি।

উল্লেখ্য তারিন শুধু একজন অভিনেত্রীই নন, তিনি একধারে একজন মডেল, নৃত্যশিল্পী ও গায়িকা। ১৯৮৫ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ নতুন কুঁড়িতে অভিনয়, নাচ এবং গল্প বলা প্রতিযোগিতায় প্রথম হন তিনি।

তখন থেকেই তিনি শিশু শিল্পী হিসেবে ছো পর্দায় কাজ করতে শুরু করেন। তিনি অভিনয়ের জন্য ২০০৬, ২০০৭ এবং ২০১২ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।