- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

আগেও বড় সংকট এসেছে সব মোকাবিলা করেছি

এফবিসিসিআইর সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, ‘গার্মেন্ট খাত বড় বড় সংকট মোকাবিলা করেছে। ২০ বছর কোটা সুবিধা ভোগ করে হঠাৎ তা বন্ধ হয়ে গেছে। অনেকে শঙ্কা প্রকাশ করেছিলেন, এ খাতে ধস নেমে আসতে পারে। জিএসপি সুবিধা বাতিল হওয়ার পরও এমন আশঙ্কা করেছেন অনেকে। কিন্তু বাস্তবতা হলো, আমাদের দক্ষ শ্রমিক ও অভিজ্ঞ উদ্যোক্তাদের অবদানে এ খাতে কোনো ধরনের দুর্যোগ টিকতে পারেনি। এবারও পারবে না।’ বাংলাদেশ প্রতিদিনকে শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘কভিড-১৯ নিয়ে সারা পৃথিবীতে সংকট। ফলে আমাদের আলাদা করে মোকাবিলা করতে হবে বিষয়টি এমন নয়। যেহেতু সমস্যা সব দেশের, তাই সবাই ভূমিকা রাখছেন। এখন যে সংকট বলা হচ্ছে, সেটি খুবই সাময়িক। সরকার এগিয়ে এসেছে। আমাদের শ্রমিকরাও এখন পুরোপুরি দক্ষ হয়ে উঠেছেন। উদ্যোক্তারাও সঠিক পদক্ষেপ নিয়েছেন। করোনাপূর্ব সময়ে আমরা পরিকল্পনা নিয়েছিলাম রপ্তানি বাড়ানোর। নতুন প্রযুক্তি নিয়ে আসার জন্য নানা ধরনের কার্যক্রম চলেছে। শিল্প ও শ্রমিকদের নিরাপত্তায় আমরা পৃথিবীর প্রথম। গ্রিন কারখানা আমরা করেছি। এই সময় করোনার এ দুর্যোগ এসেছে।’ তিনি বলেন, ‘আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম, তুরস্ক তারাও এখন সংকটে আছে। বাংলাদেশ সংকটে থাকলেও সঠিক পদক্ষেপের কারণে আমরা তাদের তুলনায় এখন এগিয়ে আছি। যারা নানা ধরনের আশঙ্কার কথা বলছে তা মিথ্যা প্রমাণিত হবে। কোনো শ্রমিককে কাজ হারাতে হবে না। ইউরোপ-আমেরিকায় মাত্র আমাদের ক্রেতাপ্রতিষ্ঠানগুলো খোলা শুরু হয়েছে। অর্ডার আসা শুরু হবে দ্রুত। কোনো ধরনের সংকট থাকবে না।’
সূত্র: বাংলাদেশ প্রতিদিন