
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে তার দেশের সাম্প্রতিক চুক্তির প্রশংসা করে বলেছেন, পরমাণু ইস্যুতে ইরান এবং আইএইএ’র ভেতরে সহযোগিতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে আইএইএ-কে সবসময় পক্ষপাতহীন ভূমিকা পালন করতে হবে। পার্সটুডে।
তেহরান সফররত আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন।
আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতা আরো উন্নত হবে বলে আশা করেন তিনি। রুহানি বলেন, ইরান মনে করে আইএইএ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা এবং এর সঙ্গে তেহরানের সম্পর্ক খুবই উচ্চ পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, আইএইএ’র মহাপরিচালকের তেহরান সফরের ভেতর দিয়ে বিশ্ববাসীর কাছে এই বার্তা যাচ্ছে যে, অতীতের মতোই ইরান আইএইএ’র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে। এ সময় তিনি বলেন, আইএইএ-কে স্বাধীনভাবে পক্ষপাতহীন ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।
ইরান-আইএইএ সহযোগিতা ক্ষতিগ্রস্ত করার ব্যাপারে তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক এ সংস্থাকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে, তাদেরকে বিশেষভাবে বিবেচনায় নিতে হবে যে, কিছু দেশ যারা নিজেরা পরমাণু অস্ত্র রাখে অথচ তারা আইএইএ’র সঙ্গে সহযোগিতা করে না বরং আইএইএ এবং ইরানের মধ্যে সমস্যা তৈরি চেষ্টা করে।