- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ছাত্রদলের মানবিক উদ্যোগ

 

আর্থিকভাবে অসচ্ছল কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন।

জানা যায়, ওই শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। কিন্তু পারিবারিক আর্থিক অনটনে বিজ্ঞান বিভাগে পড়ার স্বপ্ন রূপ নেয় দুস্বপ্নে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন আর্থিক সংকটের মধ্যেই পড়ালেখা চালিয়ে নিলেও আর সম্ভব হচ্ছিল না। এই বিষয়ে ছাত্রদলের চন্দন ভাই জানতে পারলে তার সাথে ফোনকলে কথা বলেন এবং তিনি আশ্বাস দেন, জাতীয়তাবাদী ছাত্রদল তার পাশে থাকবে।

ওই সময় ছাত্রদলের পক্ষ থেকে ওই শিক্ষার্থীকে আর্থিক সহায়তা তুলে দেন গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক আমিন, ওয়াসিম উদ্দীন এবং ছাত্রদল নেতা জোবায়ের।

ওই শিক্ষার্থী বলেন, ‘অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করে ছাত্রদল ক্যাম্পাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার প্রত্যাশা, ক্যামপাসের প্রত্যেকটা ছাত্র সংগঠন শিক্ষার্থীদের প্রয়োজনে ছাত্রদলের মতো এভাবে পাশে দাঁড়ালে ক্যাম্পাসে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে।’

কেন্দুয়া নিবাসী ওই শিক্ষার্থী গুরুদয়াল সরকারি কলেজে মেধাতালিকায় ১৬৫তম স্থান অধিকার করেন।

ইতোপূর্বেও তেজগাঁও কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বেশ কয়েকজন অসচ্ছল শিক্ষার্থীকে ভর্তি ও আর্থিক সহায়তা প্রদান করেছিলেন নুরুজ্জামান চন্দন।