- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

অবশেষে লিভারপুলের দুই শূণ্যতে জয়

পয়েন্ট তালিকার তলানীতে থাকা শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে জয়ে ফিরলো লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা চার ম্যাচ হারের পর ২-০ গোলের জয় পেয়েছে অল-রেডরা।

রোববার শেফিল্ডের ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লিভারপুল। তবে প্রথমার্ধে সফরকারীদের বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন স্বাগতিক গোলরক্ষক অ্যারন রামসডেল।

কিন্তু দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা আর আটকে রাখতে পারেনি অতিথি দলটাকে। ৪৮ মিনিটে কার্টিস জোনসের গোলে এগিয়ে যায় লিভারপুল। আর ৬৪ মিনিটে আত্মঘাতি গোলের সুবাদে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়োর্গেন ক্লপের দল।

এদিকে অপর ম্যাচে চেলসির সঙ্গে গোল শূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।