- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

অনুপ্রবেশকারীরা ভারতে জমি দখল ও নৃশংসতায় লিপ্ত: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি তার একটি বক্তৃতায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, অনুপ্রবেশকারীরা ভারতীয় বিভিন্ন অঞ্চলে জমি দখল করছে এবং নৃশংস কার্যকলাপে লিপ্ত হচ্ছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের জামশেদপুরে বিজেপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মোদি বলেন, “অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের সাঁওতাল পরগণা ও কোলহান অঞ্চলে উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করছে। তারা রাজ্যের জনসংখ্যায় পরিবর্তন এনে উপজাতীয় জনগণের সংখ্যা হ্রাস করছে।”

মোদি অভিযোগ করেছেন, এসব অনুপ্রবেশকারী বিভিন্ন জেলাতে অবস্থান নিচ্ছে, জমি দখল করছে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। তবে তার বক্তব্যের সঙ্গে কোনো নির্দিষ্ট প্রমাণ প্রদান করা হয়নি।

মোদি আরও অভিযোগ করেছেন যে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) রাজ্যে অনুপ্রবেশকারীদের সমর্থন করছে এবং প্রতিবেশী দেশ থেকে আসা অবৈধ অভিবাসীরা রাজ্যের ক্ষমতাসীন দলের ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য বা প্রমাণ প্রদান না করলেও মোদির এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।