প্রিয় শিক্ষার্থী
আশা করি, আল্লাহ রহমতে তোমরা ভালো আছো। করোনা মহামারির কারণে অনলাইন ক্লাস বা পরীক্ষার কোন বিকল্প নেই। আজ আমরা সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এ বিষয় সম্পর্কে জানবো।

শ্রেণি: ১০ম

বিষয় ঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

অধ্যায়ঃ একাদশ

শিরোনামঃ ভাষা আন্দোলনের পটভূমি

সঠিক উত্তরে টিক চিহ্ন দাও।

১. পাকিস্তানের মোট কত শতাংশ মানুষের মুখের ভাষা বাংলা ছিল?
ক.৫৬ খ.৫৭গ.৫৮ ঘ.৫৪

২. অধ্যাপক আবুল কাশেম কোন বিভাগের অধ্যাপক ছিলেন?
ক.ইতিহাস খ. পদার্থ গ. অর্থনীতি ঘ. জীব বিজ্ঞান

৩. ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি?
ক.রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ খ.তমদ্দুন মজলিস
গ.ভাষা কমিটি
ঘ.ভাষা আন্দোলন কমিটি

৪.গণপরিষদে কে প্রথম রাষ্ট্র ভাষা বাংলা করার দাবি উত্থাপন করেন?
ক. মওলানা ভাসানী
খ.বঙ্গবন্ধুর
গ.ধীরেন্দ্রনাথ দত্ত
ঘ.শামসুল হক

৫.জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ কত সালে ঢাকা আসেন?
ক. ১৯৪৫
খ.১৯৫০
গ.১৯৫৬
ঘ.১৯৪৮

৬. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
ক.মঈনুল হাসান
খ.হামিদুর রহমান
গ.লুই
ঘ. পাবলো পিকাসো

৭.কত সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়?
ক.১৯৫৪ খ.১৯৫৫ গ.১৯৫৬ ঘ. ১৯৬০

৮.কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়?
ক.১৯৯৯ খ.২০০০ গ.২০০১ ঘ.১৯৯৮

৯.পাকিস্তানের দুই অংশের মধ্যে মিল ছিল কোনটির?
ক. ভাষা খ.ইতিহাস গ.ঐতিহ্য ঘ. ধর্ম

১০. ভাষা আন্দোলনে জন্য গ্রেফতার হয় কে কে?
i.অলি আহাদ
ii. কাজী গোলাম
iii বঙ্গবন্ধু
নিচের কোনটি সঠিক?
ক.i খ. ii গ.iii ঘ.i,iiও iii

উত্তর:

১. ঘ
২.খ
৩.খ
৪.গ
৫. ঘ
৬. খ
৭.গ
৮.ক
৯.ঘ
১০.ঘ

পরিচিতি:
মোঃ আমিরুল ইসলাম
সহকারী শিক্ষক,
টি এন্ড টি আর্দশ উচ্চ বালিকা বিদ্যালয়
মহাখালী,ঢাকা -১২১২।