- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

অনলাইন পরীক্ষা: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম)

প্রিয় শিক্ষার্থী
আশা করি, আল্লাহ রহমতে তোমরা ভালো আছো। করোনা মহামারির কারণে অনলাইন ক্লাস বা পরীক্ষার কোন বিকল্প নেই। তাই আজ আমরা সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এ বিষয় সম্পর্কে জানবো।

শ্রেণিঃ দশম

বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায়ঃ দশম

সঠিক উত্তরে টিক চিহ্ন দাও।

১. এসডিজি এর লক্ষ্য কয়টি?
ক.৮ খ.১০ গ.১৫ ঘ.১৭

২. MDG লক্ষ্য কয়টি?
ক. ৫ খ.৬ গ.৭ ঘ.৮

৩. বর্তমান পৃথিবীতে কোন ধরনের উন্নয়ন ঘটছে?
ক.টেকসই খ. চিরস্থায়ী
গ. ভারসাম্যহীন ঘ.ক্ষনস্থায়ী

৪. কত সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ করার পরিকল্পনা করা হয়েছে?
ক.২০২০ খ.২০২১ গ. ২০৩১ ঘ.২০৪১

৫. অংশীজন বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক. উন্নয়ন ব্যাহতকারী গোষ্ঠী
খ. উন্নয়নের সুফল ভাগকারী গোষ্ঠী
গ. উন্নয়নের কুফল ভোগকারী গোষ্ঠী
ঘ.উন্নয়নকারী গোষ্ঠী

৬. টেকসই উন্নয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো –
i. দারিদ্র্য ii. বৈষম্য iii.সম্পদের অসম বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক.i খ. ii গ.ii ও iii ঘ. i,iiও iii

৭. উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ হলো –
ক.পানি দূষণ
খ.বায়ুদূষণ
গ.পরিবেশদূষণ
ঘ. মাটিদূষণ

৮. কখনো কখনো SDG অর্জনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়-
i.আয় ii.ভোগ iii.শিল্পায়ন
নিচের কোনটি সঠিক?
ক. iওii খ.ii ওiii গ.iii ঘ.i, iiও iii

৯. কত সালে MDG ঘোষণা করা হয়?
ক.২০০৫ খ.২০১০ গ.২০০০ ঘ .২০১৫

১০. SDG অর্জনে জাতিসংঘ কাজ করে যাচ্ছে-
i.অর্থনৈতিক উন্নয়নে ii.সামাজিক উন্নয়নে iii.পরিবেশ উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক.i  খ. ii গ .iii ঘ .i, ii ও iii

উত্তর: ১.ঘ, ২.ঘ, ৩. গ ৪.খ, ৫. খ, ৬.ঘ, ৭.গ, ৮.ক, ৯.গ, ১০.ঘ

পরিচিতি: 

মোঃ আমিরুল ইসলাম

সহকারী শিক্ষক

টি এন্ড টি আর্দশ উচ্চ বালিকা বিদ্যালয়

মহাখালী, ঢাকা -১২১২।