ভারতের আদানি এনার্জি সলিউশনের সঙ্গে সঞ্চালন লাইনসহ বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ ও পরিচালনার জন্য ৭৩৬ মিলিয়ন ডলারের চুক্তি স্থগিত করেছে কেনিয়া।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ‘কেনিয়া বৈদ্যুতিক ট্রান্সমিশন কোম্পানি’ এবং ‘আদানি এনার্জি সলিউশনস’ এর মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে এই চুক্তি হয়েছিল।

গত ১১ অক্টোবর দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশে ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাট মোকাবেলা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে এই চুক্তি।

তবে সম্প্রতি হাইকোর্ট বলেছে, এই চুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কেনিয়ার ল সোসাইটির আনা মামলার বিষয়ে আদালত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সরকার আদানি এনার্জি সলিউশনের সঙ্গে ৩০ বছরের এই চুক্তি নিয়ে এগোতে পারবে না।

ল সোসাইটি যুক্তি দেখিয়েছে, চুক্তিটি ‘একটি সাংবিধানিক ভাঁওতাবাজি’ এবং এবং ‘গোপনীয়তায় ভরা’।

এ বিষয়ে আদানি গ্রুপের একজন মুখপাত্রের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তিনি মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

ভারতের ধনকুবের গৌতম আদানি প্রতিষ্ঠিত আদানি গ্রুপ সম্প্রতি কেনিয়ায় আরেকটি প্রস্তাবিত পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের আওতায় দেশটির প্রধান বিমানবন্দর ৩০ বছরের জন্য ইজারা নেওয়ার প্রস্তাব দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়ে। তারা বিমানবন্দরটির সম্প্রসারণ ও পরিচালনার আগ্রহ প্রকাশ করেছিল।

কেনিয়া মানবাধিকার কমিশনের সাথে কেনিয়ার ল সোসাইটিও প্রস্তাবিত বিমানবন্দর চুক্তিকে আদালতে চ্যালেঞ্জ জানিয়ে বলেছে, এটি অসাধ্য কাজ (ব্যয়বহুল)! সেই সঙ্গে কর্মসংস্থান সংকট তৈরি করতে পারে।