দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯২৮ জন এবং আক্রান্ত হয়ে আরো ৫০ জন মারা গেছেন। ফলে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৬৬৮ জনের। ১৯১৪ জন সুস্থ হয়েছেন।

সোমবার (২০ জুলাই) দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩৩২৯ জনের এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩৩৬২ জনের। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৬৬১ জনের।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ঠিক তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।