বুদ্ধিমত্তা একজন মানুষের ব্যক্তিত্বের অনেক বড় একটি বৈশিষ্ট্য। বুদ্ধিমান মানুষের কদর করে সবাই। জন্ম থেকেই সবাই যে বুদ্ধিমান তা কিন্তু নয়। আপনার লেখাপড়া বা জ্ঞান চর্চা ধীরে ধীরে আপনাকে সব বিষয়ে পারদর্শি করে তুলবে। তেমনি চর্চায় বাড়বে বুদ্ধিমত্তা।

আচ্ছা আপনি যে বুদ্ধিমান একজন মানুষ তা কীভাবে বুঝবেন? আসলে মানুষের বুদ্ধিমত্তা নিজে থেকে কখনো নির্ণয় করা যায় না। তবে আপনি বুদ্ধিমান কিনা তা কিন্তু নিজেই বুঝতে পারবেন। এমনকি অন্যরা আপনাকে যদি বুদ্ধিমান বলে মনে নাও করে তার পরেও আপনার কিছু লক্ষণ দেখে বুদ্ধিমত্তার বিষয়ে ধারণা পেতে পারেন। এসব লক্ষণ থাকলেই বুঝে নিন আপনি বেশ বুদ্ধিমান একজন। তবে চলুন জেনে নিন কোন কোন লক্ষণ দেখলে নিজেকে বুদ্ধিমান বলে ধরে নিতে পারেন-

> গবেষণা বলছে যারা রাতে দেরি করে ঘুমায়। তারা অন্যদের থেকে বেশি বুদ্ধিমান।জিনিয়াসদের মন সবসময় নতুন কিছু করতে চায়। আর এই কারণে রাতের বেলায় অনেক দেরিতে ঘুমানোর অভ্যাস তাদের। বুদ্ধিমানরা গভীর রাত পর্যন্ত এই কারণেই জাগে, কারণ তাদের জ্ঞান এবং তথ্যের প্রচুর খিদে। মহান বিজ্ঞানী নিকোলা টেসলা, যার জন্য আপনার বাড়িতে বিদ্যুৎ পৌঁছায়। তিনি দিনে মাত্র দুই থেকে তিন ঘণ্টা সময় ঘুমাতেন। মহান চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, যিনি মোনালিসার চিত্রটি এঁকেছিলেন। তিনি দিনে তিন ঘণ্টা সময় ঘুমাতেন।

> আপনার যদি কোনো নির্দিস্ট জিনিসের প্রতি নেশা থাকে। তবে বুঝে নিন আপনিও আছেন বুদ্ধিমান ব্যক্তিদের কাতারে। কেননা ডোপামিন নামক এক পদার্থের জন্য আমাদের কোনো জিনিসের প্রতি নেশা হয়। যারা বুদ্ধিমান তাদের ডোপামিন সেনসিটিভিটি খুব উচ্চমাত্রায় হয়ে থাকে। অর্থাৎ তাদের মস্তিষ্ক বা ব্রেন সব সময় উচ্চ থাকতে চাই।

> যাদের চোখ নীল তারা অন্যদের থেকে একটু বেশিই বুদ্ধিমান হয়ে থাকেন। পৃথিবীর এই ৭০০ কোটি জনসংখ্যার মধ্যে মাত্র শতকরা ৮ ভাগ লোকের নীল চোখ আছে। কতগুলো বিশ্ববিদ্যালয় গবেষণায় পাওয়া গেছে, যাদের নীল চোখ থাকে তারা রণনীতি বিচারক হয়ে থাকে।

> আচ্ছা আপনি কি নিজের সঙ্গে আপন মনে কথা বলেন? এটিও বুদ্ধিমানদের একটি বিশেষ বৈশিষ্ট্য। বুদ্ধিমান ব্যক্তিরা নিজেদের সঙ্গে কথা বলতে খুব ভালোবাসে। এই একা একা নিজের সঙ্গে কথা বলাটি খুব স্পেশাল জিনিস। এই ক্ষমতা সকলের মধ্যে থাকে না।

> যদি আপনি নতুন নতুন জায়গায় যাওয়া পছন্দ করে থাকেন। তাহলে আপনাকে অভিনন্দন। কারণ বুদ্ধিমানদের মস্তিষ্ক সবসময় নতুন জায়গাকে অনুসন্ধান করতে ভালোবাসে। একটি শব্দ আছে যাকে আমরা বলি নভেলটি। এই নভেলটি কথাটির মানে হলো যে কোনো জিনিসকে দেখা। জিনিয়াসদের মধ্যে এই নভেলটির ইচ্ছা খুব বেশি পরিমাণে থাকে। তারা সবসময় নতুন জায়গার অনুসন্ধান করতে ভালোবাসে।

> আমাদের আশেপাশে কিছু মানুষ আছেন। যারা অন্যদের সঙ্গে তেমন একটা মেশেন না। মানুষের সঙ্গে কম কথাবার্তা বলে। আপনি যদি তাদেরই একজন হন তাহলে বুঝে নিন আপনি বুদ্ধিমান একজন। এদের আগ্রহ এবং ভাবনা সমাজের সদ্যসদের থেকে একদমই আলাদা। একটি নয় দুটি নয় হাজার হাজার গবেষণায় পাওয়া গেছে যে, বুদ্ধিমান মানুষ কম সামাজিক হয় ।

> ঘুমানোর আগে কোনো বিষয়কে নিয়ে যদি আপনার ভাবার অভ্যাস থাকে। তাহলে আবারো আপনাকে অভিনন্দন জিনিয়াস গ্রুপে। এর আগের দিনটিতে কি কি হয়েছিল? আজকের দিনে কি কি ঘটনা ঘটলো এবং কালকে কি কি ঘটনা ঘটবে? এই সমস্ত বিষয়গুলো ঘুমানোর আগে যদি আপনার মস্তিষ্ক ভেবে থাকে। তাহলে এটি একটি সংকেত যে আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি।